রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার পুরান ঢাকায় রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন এ ধরনের বর্বর ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয়। ঘটনায় পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে গতরাতে বাকিদের আগে র্যাব ও মেট্রোপলিটন পুলিশ অস্ত্রসহ আটক করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। সমাজে সহিংসতা কমাতে নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক ও চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।
তিনি সবাইকে সতর্ক করে বলেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনো অপরাধ ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনীকেই জানাতে হবে। বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং কারও প্রতি ছাড় দেওয়া হবে না।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।