সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

পুরোনো রাজনীতিতে ফেরা সহজ নয় বললেন নাহিদ ইসলাম

পুরোনো রাজনীতিতে ফেরা সহজ নয় বললেন নাহিদ ইসলাম
পুরোনো রাজনীতিতে ফেরা সহজ নয় বললেন নাহিদ ইসলাম
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১২, ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ন

পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার পথ সহজ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন জনগণ নতুন সংবিধান বিচার চায়। অথচ একটি পক্ষ পুরোনো চাঁদাবাজি সন্ত্রাস টিকিয়ে রাখতে চায়।

শনিবার সাতক্ষীরার খুলনা রোডে আসিফ চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন গণঅভ্যুত্থানের পর যারা মনে করছে আবারও পুরোনো রাজনীতিতে ফেরা যাবে তাদের জন্য সময় সহজ হবে না। কারণ মাঠে এখনো বিপ্লবের শক্তি রয়েছে।

নাহিদ জানান আগস্ট জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়। তারা শুধু নির্বাচন চায় সংস্কার চায় না।

সাতক্ষীরাবাসীর উদ্দেশে তিনি বলেন শিক্ষা স্বাস্থ্য রেল সুন্দরবন রক্ষায় এনসিপির পাশে দাঁড়াতে হবে। চাঁদাবাজদের ভয় পাওয়ার কিছু নেই। দেশের জনগণ স্বৈরাচারী সরকারকেও তাড়াতে পারে।

আগামী আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের শপথ নেওয়ার ঘোষণা দেন তিনি।

আশিক/মি

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।