মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে ছয় লাখ ৫০ হাজার শিশু

গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে ছয় লাখ ৫০ হাজার শিশু
গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে ছয় লাখ ৫০ হাজার শিশু
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১২, ২০২৫ ০৫:৪০ অপরাহ্ন

ইসরায়েলি অবরোধের ১০৩ দিন পার হলেও গাজায় খাদ্য ওষুধ প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছে জনগণ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গাজার অন্তত ছয় লাখ ৫০ হাজার শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল সব সীমান্ত ক্রসিং বন্ধ করে রেখেছে এবং খাদ্য, ওষুধ জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে। একে আধুনিক সময়ের সবচেয়ে নিষ্ঠুর সামষ্টিক অবরোধ হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয় গত তিন দিনে খাদ্য জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতিকে চরম নিষ্ঠুর মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হয়েছে।

পর্যন্ত দুর্ভিক্ষে ৬৭ শিশু মারা গেছে বলেও জানায় প্রশাসন। বর্তমানে গাজার প্রায় ১২ লাখ ৫০ হাজার মানুষ চরম ক্ষুধা অপুষ্টিতে ভুগছে। আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়েও গভীর হতাশা প্রকাশ করা হয়েছে।

আশিক/মি

 101
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।