বয়স ৩৮ পেরোলেও মাঠে দাপট দেখিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। এমএলএসের টানা পাঁচ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করে গড়লেন নতুন ইতিহাস। রোববার ন্যাশভিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এনেছে তার দল। ম্যাচের সপ্তদশ মিনিটে ফ্রি-কিক থেকে প্রথম গোল করেন মেসি। পরে গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোলটি করেন ৬২ মিনিটে।
এই পারফরম্যান্সে চলতি এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৫। সঙ্গে ৬টি অ্যাসিস্টে জড়িত তিনি। মোট ২১ গোলে সরাসরি অবদান রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। মায়ামির জার্সিতে এটি তার ৫৫তম গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোল সংখ্যা এখন ৮৭২।
মেসির জোড়া গোলের দিনে ন্যাশভিলের হয়ে একটি গোল শোধ দেন হ্যানি মুখতার। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মায়ামি উঠে যায় ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৩।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।