সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৩৬ স্থানে ভাঙন

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৩৬ স্থানে ভাঙন
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৩৬ স্থানে ভাঙন
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৩, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন

ফেনীতে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। চারদিন আগে ২০টি ভাঙনের তথ্য দিলেও এখন পাউবো বলছে সংখ্যা ৩৬। নিয়ে চরম ক্ষোভে বিস্ফোরিত বানভাসি মানুষ। তারা বলছে প্রতি বছর বরাদ্দ আসলেও টেকসই বাঁধ হয় না।

জুলাই ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলে পরশুরাম ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরপর ছাগলনাইয়া, ফেনী সদর দাগনভূঞার আংশিক এলাকাও পানির নিচে চলে যায়। প্লাবিত ১১২টি গ্রামে প্রায় লাখো মানুষ দুর্ভোগে পড়ে। ৮৩টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয় প্রায় সাড়ে হাজার মানুষ।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী হাজার ৫৬৪ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য খাতে ক্ষতি কোটি ১২ লাখ টাকা প্রাণিসম্পদে ৬৫ লাখ টাকার বেশি।

আশিক/মি

 27
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।