ফেনীতে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। চারদিন আগে ২০টি ভাঙনের তথ্য দিলেও এখন পাউবো বলছে সংখ্যা ৩৬। এ নিয়ে চরম ক্ষোভে বিস্ফোরিত বানভাসি মানুষ। তারা বলছে প্রতি বছর বরাদ্দ আসলেও টেকসই বাঁধ হয় না।
৮ জুলাই ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পরশুরাম ও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এরপর ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার আংশিক এলাকাও পানির নিচে চলে যায়। প্লাবিত ১১২টি গ্রামে প্রায় লাখো মানুষ দুর্ভোগে পড়ে। ৮৩টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয় প্রায় সাড়ে ৯ হাজার মানুষ।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী ৫ হাজার ৫৬৪ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য খাতে ক্ষতি ৮ কোটি ১২ লাখ টাকা ও প্রাণিসম্পদে ৬৫ লাখ টাকার বেশি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।