সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

গাজায় খাবারের অপেক্ষায় দাঁড়ানো ৩৪ জনসহ নিহত ১১০

গাজায় খাবারের অপেক্ষায় দাঁড়ানো ৩৪ জনসহ নিহত ১১০
গাজায় খাবারের অপেক্ষায় দাঁড়ানো ৩৪ জনসহ নিহত ১১০
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৩, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি বাহিনীর একদিনের হামলায় নিহত হয়েছেন অন্তত ১১০ ফিলিস্তিনি। এর মধ্যে ৩৪ জন রাফাহ শহরে সহায়তার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। শনিবার এই হামলা চালায় ইসরায়েল।

প্রত্যক্ষদর্শীরা জানান সরাসরি লাইনে থাকা মানুষদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। একজন বলেন খাবারের ব্যাগ নিতে গিয়ে মরদেহ মোড়ানোর কাপড় পেলাম।

আল জাজিরা জানায় গাজার এই সহায়তা কেন্দ্রগুলোতে মে মাসের শেষ থেকে ৮০০ জন নিহত হাজারের বেশি আহত হয়েছেন। ওষুধ চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

একই দিনে গাজার বিভিন্ন এলাকায় বোমা হামলায় আরও ৭৬ জন নিহত হন। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল গাজায় চালিয়েছে ২৫০টি হামলা।

এদিকে খাবার ওষুধের ঘাটতিতে ৬৭ জন শিশু অপুষ্টিতে মারা গেছে। ঝুঁকিতে রয়েছে সাড়ে লাখ শিশু।

অন্যদিকে হামাস-ইসরায়েল আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী রাফাহসহ প্রায় ৪০ শতাংশ এলাকা দখলে রাখার বিষয়টি মেনে নেয়নি হামাস। আলোচনা চললেও তাতে বড় অগ্রগতি নেই বলে জানিয়েছে ফিলিস্তিনি সূত্র।

আশিক/মি

 43
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।