ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত কার্যকর হবে ১ আগস্ট থেকে। পাল্টা শুল্ক আরোপ করলে আরও বাড়তি শুল্ক বসানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্প ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনকে চিঠিতে জানান দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ইউরোপীয় শুল্কনীতি ও বাণিজ্য বাধার কারণে সৃষ্ট ঘাটতি কাটাতে এই পদক্ষেপ নিচ্ছে।
ইইউ আগে থেকেই আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চেয়েছিল। কিন্তু তার আগেই ট্রাম্প ঘোষণা দেন চলতি সপ্তাহে জাপান দক্ষিণ কোরিয়া কানাডা ও ব্রাজিলের পণ্যের ওপরও শুল্ক বসানো হবে। সেগুলোও ১ আগস্ট থেকে কার্যকর হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।