চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চন্দনাইশ উপজেলার বাসিন্দা জয়নাল আবেদীন সিদ্দিক।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান জয়নাল আবেদীন ডায়াবেটিস, নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। কোভিডে সংক্রমিত হওয়ার পর তার অবস্থার অবনতি ঘটে।
গত ৪ জুন থেকে শুরু করে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় এটি অষ্টম মৃত্যু। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। তবে জুন মাসে এখন পর্যন্ত ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭২ জন নগরের এবং বাকিরা উপজেলার বাসিন্দা।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।