সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

আবু সাঈদ হত্যা মামলায় চার আসামি ট্রাইব্যুনালে হাজির

আবু সাঈদ হত্যা মামলায় চার আসামি ট্রাইব্যুনালে হাজির
আবু সাঈদ হত্যা মামলায় চার আসামি ট্রাইব্যুনালে হাজির
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৩, ২০২৫ ০১:১৮ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার মামলায় চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে প্রিজন ভ্যানে করে তাদের আনা হয়।

হাজির হওয়া আসামিরা হলেন সাবেক এসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ। তারা অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন।

মামলার তদন্তে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। সরাসরি গুলিতে জড়িত ছিলেন দুই পুলিশ সদস্য। সহায়তা উস্কানিতে যুক্ত ছিলেন প্রক্টর ছাত্রলীগ কর্মীসহ আরও অনেকে।

এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন এখনো পলাতক। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ওই আন্দোলনে ৮৫০ এর অধিক মানুষ নিহত হয়।

আশিক/মি

 22
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।