সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

জাতীয় নির্বাচন ঘিরে চিরুনি অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার

জাতীয় নির্বাচন ঘিরে চিরুনি অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার
জাতীয় নির্বাচন ঘিরে চিরুনি অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৩, ২০২৫ ০৩:০০ অপরাহ্ন

৩১ ডিসেম্বরের জাতীয় নির্বাচন সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে তিনি কথা জানান।

সভায় উপদেষ্টা জানান দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সহিংসতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে। যে কোনো মূল্যে নৈরাজ্য সহিংসতা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় না দিয়ে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ যাতে নিজের হাতে আইন তুলে না নিতে পারে সেজন্য কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে দেশব্যাপী চিরুনি অভিযান চালানো হবে বলেও সতর্ক করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন আইন, শিল্প পরিবেশবিষয়ক উপদেষ্টারা। তারা জানান নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

আশিক/মি

 36
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।