সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

বাড়ি ভাড়া কমায় ৪৯৭৮ হাজিকে টাকা ফেরত

বাড়ি ভাড়া কমায় ৪৯৭৮ হাজিকে টাকা ফেরত
বাড়ি ভাড়া কমায় ৪৯৭৮ হাজিকে টাকা ফেরত
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৩, ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ন

চলতি বছর হজে বাড়ি ভাড়া কম হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজার ৯৭৮ জন হাজিকে ফেরত দেওয়া হবে মোট কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা। রোববার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা . খালিদ হোসেন।

তিনি জানান একজন হাজি কমপক্ষে হাজার ৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন। সরকারি ব্যবস্থাপনায় এবার প্রায় পাঁচ হাজার হাজি হজ করেছেন।

২০২৫ সালের হজ ব্যবস্থাপনা অর্জন এবং পরবর্তী হজ মৌসুমের প্রস্তুতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন হাজিদের ভোগান্তি কমাতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। সৌদি আরবের সঙ্গে আলোচনা করে পরবর্তী হজে আরও উন্নত সেবা নিশ্চিতের উদ্যোগ চলছে।

আশিক/মি

 39
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।