বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন। সোমবার ১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান পাড়ার পাশে থাকা একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বৈদ্যুতিক তার ছড়িয়ে পড়ে এবং তা স্পর্শ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই তিন নারী। স্থানীয়রা একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাকি দুইজন ঘটনাস্থলেই মারা যান।
বান্দরবানের চিম্বুক সড়কের বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন ট্রান্সফরমারের তারে জড়িয়ে তিন নারী মারা গেছেন বলে জানতে পেরেছি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।