যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অস্ত্র সহায়তার পুরো খরচ বহন করবে ইউরোপীয় দেশগুলো—এমনটাই জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট দিচ্ছি তবে এর জন্য ইউরোপ ১০০ ভাগ অর্থ পরিশোধ করবে। এর মাধ্যমে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের অবস্থানে একটি বড় পরিবর্তন দেখা গেল। আগে তিনি অস্ত্র সহায়তা আটকে রেখেছিলেন।
শুধু প্যাট্রিয়টই নয় আরও আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের চিন্তাও করছে ট্রাম্প প্রশাসন। এতে রাশিয়ার অভ্যন্তরে হামলার সক্ষমতাও যুক্ত হতে পারে।
এই পদক্ষেপ রাশিয়ার প্রতি ট্রাম্পের কৌশলে কঠোর অবস্থান নির্দেশ করছে। তিনি বলেন পুতিন সুন্দর কথা বলেন কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন।
চূড়ান্ত সিদ্ধান্ত ও অস্ত্র সরবরাহের সময়সূচি নিয়ে আলোচনা চলছে। এ সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।