সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

তারেক রহমানকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ বিএনপির

তারেক রহমানকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ বিএনপির
তারেক রহমানকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ বিএনপির
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৪, ২০২৫ ০৩:৪৪ অপরাহ্ন

বিএনপি দাবি করেছে একটি চিহ্নিত মহল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে। সোমবার (১৪ জুলাই) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিডফোর্ডে লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দিতে গিয়ে ফখরুল বলেন, হত্যার সঙ্গে সরাসরি জড়িতদের না ধরায় জনমনে প্রশ্ন উঠেছে। তিনি জানান, অভিযুক্তদের কেউ বিএনপির সঙ্গে যুক্ত থাকলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে।

ফখরুল বলেন, এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বকে হেয় করা হচ্ছে। পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র স্বাধীনতা রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার সময় এসেছে। বিএনপি কোনো সংঘাতে জড়াবে না বরং সব ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করবে গণতান্ত্রিক উপায়ে।

আশিক/মি

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।