সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

কমিশনারসহ ৮ আসামির বিরুদ্ধে বিচার শুরু

কমিশনারসহ ৮ আসামির বিরুদ্ধে বিচার শুরু
কমিশনারসহ ৮ আসামির বিরুদ্ধে বিচার শুরু
সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৪, ২০২৫ ০৪:১১ অপরাহ্ন

গত বছরের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন। অভিযুক্তদের মধ্যে চারজন গ্রেপ্তার থাকলেও চারজন পলাতক রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আসামিরা নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করে। তদন্তে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং ভিডিও, অডিওসহ বিভিন্ন প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে।

এই মামলার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে যেখানে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হচ্ছে।

আশিক/মি

 21
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।