জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত।
সোমবার (১৪ জুলাই) পটুয়াখালীতে হৃদয় তরুয়া চত্বরে পথসভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি এখন সেই ৭২ সালের মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে চায় যা দেশকে বিভাজিত করছে এবং অগ্রগতির পথে বাধা দিচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন আমরা ঐক্য চাই কিন্তু যারা জনগণের বিপক্ষে দাঁড়ায় বা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বিরোধিতা করে তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।
তিনি ঘোষণা দেন আগামী ৩ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করা হবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।