অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।
সোমবার ১৪ জুলাই যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন বাংলাদেশ আর্থিক খাতে সাহসী সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন দায়িত্ব নেওয়ার সময় দেশ ছিল ধ্বংসস্তূপে। উন্নয়ন সহযোগীদের সহায়তায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। তরুণ প্রজন্ম বিশেষ করে মেয়েরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে জুলাই নারী দিবস পালন করা হচ্ছে।
জোহানেস জুট জানান গত অর্থবছরে বাংলাদেশে তিন বিলিয়ন ডলার অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। আগামীতে তিন বছরও সহায়তা অব্যাহত থাকবে। নারীর ক্ষমতায়নে ইউনূসের ভূমিকাকে অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তথ্যও তুলে ধরা হয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।