বাজার স্থিতিশীল রাখতে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। আগস্ট থেকে শুরু হবে সরকারেরেএ খাদ্যবান্ধব কর্মসূচি। প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে দেশের ৫৫ লাখ নিম্ন আয়ের পরিবার।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান খাদ্য উপদেষ্টা।
আলী ইমাম মজুমদার বলেন বাজার স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। কর্মসূচিটি ছয় মাস চলবে। প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস বিরতির পর আবার ফেব্রুয়ারি ও মার্চে চালু হবে।
তিনি আরও জানান দেশে খাদ্য মজুত সন্তোষজনক হলেও বন্যা ও ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় সরকারের আগাম প্রস্তুতি চলছে। এজন্য চার লাখ মেট্রিক টন চাল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারিভাবেও পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।