কারাবন্দিদের মানবাধিকার ও ধর্মীয় অধিকার রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা কারাগার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন গ্রেপ্তারের অর্থই অপরাধী প্রমাণ নয়। অনেক সময় সামাজিক বা ব্যক্তিগত কারণে মিথ্যা মামলায় মানুষ আটক হয়। যতক্ষণ না আদালত শাস্তি দেয় কাউকে অপরাধী বলা যায় না।
কারাগারের আবাসন সংকট নিয়ে তিনি জানান এটি ব্রিটিশ আমলের কারাগার। এখানে আসামিদের স্থান সংকুলান হয় না। একটি নতুন ইউনিট চালু করে গাদাগাদি কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন কারাগার শুধু শাস্তির স্থান নয় এটি সংশোধনের জায়গাও। এখানে মুসলমান ও হিন্দুদের উপাসনার জন্য আলাদা কক্ষ বরাদ্দের পরামর্শ দেন তিনি। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
তিনি জানান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে বন্দিদের মাঝে নৈতিক শিক্ষা বিস্তারের উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে তাদের অপরাধপ্রবণতা হ্রাস পাবে।
আদালতে ডিজিটাল হাজিরা দর্শনার্থীদের সময়সূচি অনলাইনে জানানোসহ কারাগারের আধুনিকায়নেও গুরুত্ব দেন উপদেষ্টা। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
পরবর্তীতে ধর্ম উপদেষ্টা আন্তঃমন্ত্রণালয় আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।