জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান এসব দলকে ১৫ দিনের মধ্যে ঘাটতি পূরণ করার জন্য চিঠি দেয়া হবে।
প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হবে এবং পরবর্তী ধাপে বাকি দলগুলোকেও চিঠি দেয়া হবে। ১৫ দিনের মধ্যে যেসব ত্রুটিবিচ্যুতি রয়েছে তা পূরণ করতে হবে।
নির্বাচন কমিশন গেল ২০ এপ্রিল নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন করার আহ্বান জানায়। পরে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়।
এখন নির্বাচন কমিশন দলগুলোর শর্ত পূরণ যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।