কোটাবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের স্মরণে আজ (বুধবার ১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ পালন করছে দেশ। এ উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে আজ শোক পালন করা হচ্ছে।
গেল বছর এই দিনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার দিনটিকে প্রতিবছর ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ গেল ২ জুলাই এক প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের নির্দেশ দেয়। এতে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোর ‘খ’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
এ উপলক্ষ্যে আজ সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে নির্মিত হবে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।