লর্ডসে আউট হয়ে ভেঙে পড়েছিলেন সিরাজলর্ডস টেস্টে ভারতের জয়ের স্বপ্নভঙ্গের মুহূর্তে শেষ উইকেটে আউট হয়ে মাটিতে বসে পড়েন পেসার মোহাম্মদ সিরাজ। সেই আবেগঘন দৃশ্য এখন ম্যাচটির প্রতীক হয়ে রয়ে গেছে।
রবীন্দ্র জাদেজার সঙ্গে শেষ উইকেটে দুর্দান্ত জুটি গড়ে জয়ের কাছাকাছি পৌঁছেও শোয়েব বশিরের বলে দুর্ভাগ্যজনকভাবে আউট হন সিরাজ। ব্যাটে ভর দিয়ে বসে পড়া সিরাজকে সান্ত্বনা দিতে ছুটে আসেন হ্যারি ব্রুক, জো রুট ও জ্যাক ক্রলি।
ম্যাচ শেষে প্রথমবার মুখ খুলেছেন সিরাজ। এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন কিছু কিছু ম্যাচ সারা জীবন মনে থেকে যায় ফলাফলের জন্য নয় শেখার জন্য।
লর্ডস টেস্টে বল হাতে সফল ছিলেন সিরাজ। প্রথম ইনিংসে তুলে নেন জেমি স্মিথ ও ব্রাইডন কার্সের উইকেট। দ্বিতীয় ইনিংসে ফেরান বেন ডাকেট ও ওলি পোপকে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।