যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর প্রস্তাবে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। শুল্ক ইস্যুর বাইরেও যুক্তরাষ্ট্র দিয়েছে বেশ কিছু জটিল শর্ত যা পূরণে হিমশিম খাচ্ছে সরকার। এসব শর্তের বিস্তারিত না জানালেও সূত্র বলছে অনেক বিষয়ই এখন নন-ডিসক্লোজার চুক্তির আওতায় রয়েছে।
প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে। এতে অর্থ, কৃষি, খাদ্য, পরিবেশ ও জ্বালানিসহ ১১টি মন্ত্রণালয়, এনবিআর ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে আলোচনায় উঠে আসে— যুক্তরাষ্ট্রের দেয়া সুবিধা ও শর্ত কতটা মানা সম্ভব সে বিষয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন প্রতিনিধি দল।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন যুক্তরাষ্ট্র এখনো তৃতীয় দফা আলোচনার দিনক্ষণ জানায়নি। তবে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে এবং আগামী সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেন শুল্ক ছাড়াও এখন এই আলোচনায় অনেক কঠিন শর্ত জড়িত। এতে সরকার বড় ধরনের চাপে পড়েছে। সব মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে একটি প্রস্তাব তৈরি করে তা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।