গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সংঘর্ষের পর শহরে কারফিউ জারি করা হয়েছে। একইসাথে চলমান যৌথ অভিযানে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান।
তিনি জানান আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে শহরের বিভিন্ন এলাকায়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলবে বলেও জানান প্রশাসনের সংশ্লিষ্টরা।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।