এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশের দাম। এ বাস্তবতা স্বীকার করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জানান দাম কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার।
সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান চলতি মৌসুমে ১২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত মোট ৪৬ হাজার ৭৯০ মেট্রিক টন ইলিশ ধরা হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন দু-এক দিনের মধ্যে ইলিশের আহরণ বাড়লে বাজারে দামেরও ভারসাম্য আসবে।
তিনি বলেন "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ জুলাই (মঙ্গলবার) থেকে ২৮ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ কর্মসূচির আওতায় জেলেদের সচেতনতা মাছের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় জোর দেয়া হবে।
মৎস্যজীবীদের জন্য বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগও নেয়া হয়েছে। ইতিমধ্যে এ নিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপদেষ্টা।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।