শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

গিল-রাহুলের প্রতিরোধেও এগিয়ে ইংল্যান্ডই রয়েছে শীর্ষে

গিল-রাহুলের প্রতিরোধেও এগিয়ে ইংল্যান্ডই রয়েছে শীর্ষে
গিল-রাহুলের প্রতিরোধেও এগিয়ে ইংল্যান্ডই রয়েছে শীর্ষে
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৭, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন

ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের চেয়ে এখনও ১৩৭ রানে পিছিয়ে রয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও শুরুটা করেছিল শূন্যে দুই উইকেট হারিয়ে। তবে গিল রাহুলের অনবদ্য ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ড উইকেটে ৫৪৪ রান তুলে নেয়। ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক বেন স্টোকস। একই টেস্টে সেঞ্চুরি পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইতিহাসে নতুন রেকর্ড গড়েন তিনি।

ভারতের হয়ে জাদেজা উইকেট নেন। বুমরাহ ক্যারিয়ারে প্রথমবার ১০০ রান খরচ করে মাত্র উইকেট পান। ভারতের ব্যাটিং শুরুতেই ভেঙে পড়ে ওকসের দুই বলে দুই ওপেনার আউট হয়ে যান। এরপর গিল রাহুল ১৭২ রানের জুটি গড়েন।

রাহুল ৮৭ গিল ৭৮ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে মাঠে নামবেন। এখনও ভারতের হাতে উইকেট থাকলেও চাপ অনেক। শেষ দিনে ব্যাটিংয়ে নামতে হতে পারে ইনজুরড ঋষভ পান্তকে।

আশিক/মি

 74
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।