ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের চেয়ে এখনও ১৩৭ রানে পিছিয়ে রয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও শুরুটা করেছিল শূন্যে দুই উইকেট হারিয়ে। তবে গিল ও রাহুলের অনবদ্য ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলে নেয়। ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক বেন স্টোকস। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের ইতিহাসে নতুন রেকর্ড গড়েন তিনি।
ভারতের হয়ে জাদেজা ৪ উইকেট নেন। বুমরাহ ক্যারিয়ারে প্রথমবার ১০০ রান খরচ করে মাত্র ২ উইকেট পান। ভারতের ব্যাটিং শুরুতেই ভেঙে পড়ে ওকসের দুই বলে দুই ওপেনার আউট হয়ে যান। এরপর গিল ও রাহুল ১৭২ রানের জুটি গড়েন।
রাহুল ৮৭ ও গিল ৭৮ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে মাঠে নামবেন। এখনও ভারতের হাতে ৮ উইকেট থাকলেও চাপ অনেক। শেষ দিনে ব্যাটিংয়ে নামতে হতে পারে ইনজুরড ঋষভ পান্তকে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।