রাজধানীর শাহবাগে সোমবার (২৮ জুলাই ২০২৫) স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাইলস্টোন দুর্ঘটনায় আহত যোদ্ধাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন জুলাই মাসে হারানো অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়। মাইলস্টোনের আহতদের চিকিৎসায় স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন।
তিনি সবাইকে একটি সুন্দর ও সহনশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চিকিৎসকদের ত্যাগ স্মরণ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ ও বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।