শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৯, ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬) রয়েছেন।

সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে এক অফিস ভবনে এম৪ রাইফেল নিয়ে ঢুকে গুলি চালান হামলাকারী শেন তামুরা। নিহত দিদারুলের স্ত্রী সন্তানসম্ভবা এবং তার দুটি ছোট সন্তান রয়েছে। হামলায় আরও একজন গুরুতর আহত হন।

পুলিশ জানায় হামলার পর বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় বন্দুকধারী গাড়ি থেকে নেমে ভবনে ঢুকে এলোমেলো গুলি চালায় এবং ৩৩ তলায় গিয়ে আরেকজনকে হত্যা করে।

মেয়র এরিক অ্যাডামস একে পাঁচ নিরপরাধ মানুষের ওপর হামলা বলে উল্লেখ করেন।
নিউইয়র্ক পুলিশ কমিশনার দিদারুলকে একজন বীর হিসেবে শ্রদ্ধা জানান।

আশিক/মি

 84
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।