২৫টি বোয়িং বিমান ক্রয় এবং বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন বাণিজ্য ঘাটতি ও শুল্ক ইস্যুতে একটি সমন্বিত প্যাকেজ নিয়ে আলোচনা হবে এবং এতে ভালো ফলাফল আসবে বলে আশা করছে বাংলাদেশ।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে প্রতীকী মূল্যে আর কোনো জমি বরাদ্দ দেবে না সরকার।
এছাড়া সার ও এলএনজির দাম স্থিতিশীল রাখতে সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখতে বৈদেশিক বাণিজ্য ও অভ্যন্তরীণ নীতিতে ভারসাম্য আনার উদ্যোগ নেয়া হয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।