তিস্তা নদী পুনর্বাসন ও বহুমুখী ব্যবস্থাপনা প্রকল্পে সবধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক আলোচনায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলেই চীন দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে পারবে।
তিনি বলেন প্রকল্প বাস্তবায়নে চীন কারিগরি ও আর্থিক দুই ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এখন সবকিছু নির্ভর করছে বাংলাদেশ সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
দীর্ঘদিন ধরেই তিস্তা নদী ঘিরে পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে চীনের অর্থায়নে আলোচনা চললেও এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।
চীনা রাষ্ট্রদূতের বক্তব্যে প্রকল্প বাস্তবায়নে আগ্রহ থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তই মূল ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।