রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলীয় এলাকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, জাপান ও রাশিয়াসহ একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি মঙ্গলবার (২৯ জুলাই) কামচাটকার উপকূলীয় শহর পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে আঘাত হানে।
ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা দেশটির পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করে। সম্ভাব্য জলোচ্ছ্বাসের উচ্চতা ৩ মিটার বা ৯.৮ ফুট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
সতর্কতা জারি হয়েছে তাইওয়ান, ফিলিপাইন, হাওয়াই এবং আলাস্কার আলেউতিয়ান দ্বীপপুঞ্জেও।
এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়েও সুনামি পরামর্শ জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র- আল-জাজিরা
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।