শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

চামড়া শিল্পে অবহেলার কথা স্বীকার প্রধান উপদেষ্টার

চামড়া শিল্পে অবহেলার কথা স্বীকার প্রধান উপদেষ্টার
চামড়া শিল্পে অবহেলার কথা স্বীকার প্রধান উপদেষ্টার
সর্বশেষ উপলব্ধ: জুলাই ৩০, ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন

চামড়া শিল্পে রাষ্ট্রীয় অবহেলার কথা স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন এ শিল্পে আমরা অপরাধ করেছি যথাযথ গুরুত্ব দিইনি। অথচ এ খাত থেকে বড় অর্থনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা ছিল যা হয়নি।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় তিনি চামড়া শিল্পের সংকট সমাধানে পৃথক বৈঠকের নির্দেশ দেন। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে উত্তরণের করণীয় নিয়ে আরেকটি বৈঠক আয়োজনের কথাও বলেন তিনি।

সভায় জানানো হয় উত্তরণের ১৬টি সিদ্ধান্ত বাস্তবায়নে এনবিআর, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। এনবিআর চেয়ারম্যান জানান ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে।

তৈরি পোশাক ছাড়াও অন্যান্য রপ্তানি খাতে সহযোগিতা, ম্যান-মেইড ফাইবারের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা এবং ইটিপি চালুসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

আশিক/মি

 77
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।