পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে পাকিস্তানের বিশাল তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি যুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন এই প্রকল্পে নেতৃত্ব দেয়ার জন্য একটি তেল কোম্পানি বাছাই করা হচ্ছে। ভবিষ্যতে সেই কোম্পানি ভারতে তেল রপ্তানিও করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও ট্রাম্প জানান তার প্রশাসন বর্তমানে একাধিক দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের কথা রয়েছে। দেশটির ওপর বর্তমানে ২৫ শতাংশ শুল্ক থাকলেও তারা তা কমানোর প্রস্তাব দিয়েছে।
অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বলেও জানান ট্রাম্প। এতে করে বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা তার।
আগামী ১ আগস্টের মধ্যে এসব আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও প্রেসিডেন্ট উল্লেখ করেন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।