জুলাই সনদের ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাইযোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে তারা রাজপথে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা জুলাই সনদ দিতে হবে, অন্তর্বর্তী সরকার দরকার, রক্ত লাগলে রক্ত নে, সনদ দিয়ে দে—এমন নানা স্লোগান দিতে থাকেন। তারা জানান ২০২৪ সালের আন্দোলনের চেতনা বাস্তবায়নেই এই দাবি।
আন্দোলনকারীদের বক্তব্য বারবার আশ্বাস দিয়ে সরকার পিছু হটেছে কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার তারা ঘোষণা দেন জুলাই সনদ ছাড়া ঘরে ফিরবেন না।
তাদের দাবি এই সনদ শুধু মুখে নয় তা সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য এটি এখন সময়ের দাবি বলে জানান বক্তারা।
বিক্ষোভের ফলে শাহবাগ এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা এবং পথচারীরা।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।