জুলাই সনদ ও নির্বাচন ইস্যুতে আলোচনার মধ্যেই প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন নির্বাচন একদিনের জন্যেও পেছাবে না। ফেব্রুয়ারিতেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন আগামী ৫-৬ দিন দেশের জন্য চ্যালেঞ্জিং সময়। তবে সরকার নির্বাচন নিয়ে একদমই দ্বিধাহীন। সবকিছু নির্ধারিত সময়েই হবে।
প্রেস সচিব বলেন সাংবাদিকদের উচিত নয় সরকারের কাছ থেকে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করা। সাংবাদিকতার পেশাদারিত্ব ধরে রাখতে এ বিষয়ে সচেতন থাকা জরুরি।
তিনি দাবি করেন গেল এক বছরে সরকার যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে।
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, গুজব রোধ, অর্থনৈতিক অগ্রগতি, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং পররাষ্ট্রনীতিতে সুস্পষ্ট অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।