জাতীয় সরকার গঠনের প্রস্তাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মত হননি বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।
নাহিদ জানান ৫ আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেয়া হলেও তারেক তা প্রত্যাখ্যান করেন। তিনি বরং নাগরিক সমাজ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরামর্শ দেন।
এ নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ‘সত্য নয়’ বলেও দাবি করেন তিনি।
তিনি জানান জাতীয় ঐকমত্য তৈরিতে বিভিন্ন পক্ষের সঙ্গে বারবার বৈঠক হয়েছে। শিবিরের নেতৃত্বে আন্দোলন হয়েছে—এ দাবিও মিথ্যাচার বলে মন্তব্য করেন নাহিদ।
তিনি অভিযোগ করেন একদল ক্যু চেয়ে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করেছিল। কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছেন।
নাহিদের দাবি আন্দোলনকে দুর্বল করতে চরিত্রহনন, কল রেকর্ড ফাঁস ও অপপ্রচার চলছে। তবে তিনি আশাবাদী এসব টিকবে না।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।