বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যান্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (২ আগস্ট) নয়াপল্টনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান লিটন ও ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী।
সংগঠনের অন্য নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন আহ্বায়ক শেখ মোহাম্মদ জায়েদ আল ফাত্তাহ, সদস্য সচিব আলিমুল বিন আজিজ তুষার, এম মিজানুর রহমান, শফিউল বাশার, আসাদুজ্জামান শিপলু, তালুকদার মো. রাশেদুল ইসলাম, কবির হোসেন, ফয়সাল আহমেদ, রোকশানা পারভীন ও এ এইচ এম শামসুল আলম।
কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কর্মসূচি থেকে মাইলস্টোন স্কুল ও কলেজের আহত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রায় ১৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
রাফতি/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।