শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

সরকারি ৭ কলেজে ৪ বিভাগে পাঠদান কার্যক্রম চালু হবে: মজিবুর রহমান

সরকারি ৭ কলেজে ৪ বিভাগে পাঠদান কার্যক্রম চালু হবে: মজিবুর রহমান
সরকারি ৭ কলেজে ৪ বিভাগে পাঠদান কার্যক্রম চালু হবে: মজিবুর রহমান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৫ ১২:৫১ অপরাহ্ন

সরকারি ৭ কলেজকে চারটি বিভাগে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। রোববার (৩ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ঘোষণা অনুযায়ী বদরুননেসা, ইডেন ও ঢাকা কলেজ একত্রে হবে স্কুল অব সাইন্স। বাংলা কলেজকে রাখা হয়েছে স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ বিভাগে। তিতুমীর কলেজ হবে স্কুল অব বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ নিয়ে গঠন করা হবে স্কুল অব ল’ অ্যান্ড জাস্টিস।

এই কাঠামোয় থাকবেন একজন উপাচার্য ও একজন প্রধান প্রক্টর। এছাড়া ১৪ জন ডেপুটি প্রক্টর নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয় রূপ পেলেও উচ্চ মাধ্যমিক স্তর বহাল থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন গঠিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে।

আশিক/মি

 57
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।