রাজধানীর শাহবাগে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় এই শ্রদ্ধা নিবেদন কার্যক্রম।
সকালে প্রথমে শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি দল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনেকেই হাতে ব্যানার ও ব্যাজ ধারণ করে স্মৃতিস্তম্ভ চত্বরে উপস্থিত হন। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অংশ নেন এই আয়োজনে। শ্রদ্ধা জানাতে আসা মাসুদ সেলিম বলেন জুলাইয়ের শহীদরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকবে।
তরুণ মাইনুল বলেন শহীদদের স্মরণ করা আমাদের দায়িত্ব। তাদের আদর্শে দেশ গড়ার চেষ্টা করা উচিত। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। পাশাপাশি ছিল মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।