৬ আগস্ট সকাল থেকে রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজে জড়ো হয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় ও নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে আবার মূল ফটকে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
শিক্ষার্থীরা দীর্ঘদিন সাত কলেজ নামে অধ্যয়নের কাঠামোকে অবমাননাকর ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেন। তারা অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন অধ্যাদেশ বিষয়ে গড়িমসি বন্ধ করে দ্রুত নতুন পরিচয়ের মাধ্যমে শিক্ষাজীবনের পূর্ণতা নিশ্চিত করা প্রয়োজন।
আন্দোলনের সংগঠক আব্দুর রহমান জানান সরকার অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা প্রশাসনিক জটিলতায় বিলম্ব চান না।
শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের ধাপে সময়ক্ষেপণ হতে পারে যা অধ্যাদেশ কার্যকর হতে বিলম্ব ঘটাবে।
সরকার গেল ২৬ মার্চ সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়।
যার নাম ইউজিসি প্রস্তাব করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।