শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

জুলাই ঘোষণায় নতুন বাংলাদেশ গঠনের আশা বিএনপির

জুলাই ঘোষণায় নতুন বাংলাদেশ গঠনের আশা বিএনপির
জুলাই ঘোষণায় নতুন বাংলাদেশ গঠনের আশা বিএনপির
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৬, ২০২৫ ০২:২১ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের কাজ শুরু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বলেছে এতে রাজনৈতিক অচলাবস্থা দূর হবে এবং গণতন্ত্রের পথে উত্তরণ সম্ভব হবে।

ফখরুল জানান ২০২৬ সালের ফেব্রুয়ারিকে নির্বাচনের সময় নির্ধারণের ঘোষণাকেও বিএনপি ইতিবাচকভাবে নিয়েছে।

তিনি বলেন দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে বহু মানুষ শহীদ ও গুম হয়েছেন।
তিনি অভিযোগ করেন তিনটি নির্বাচন প্রহসনে পরিণত করে সরকার গণতন্ত্র ধ্বংস করেছে এবং বিএনপিকে নেতৃত্বশূন্য করতে পরিকল্পিত দমন চালিয়েছে।

তারেক রহমানসহ অনেক নেতা আজীবন সাজা পেয়েছেন অনেকে কারাগারে মারা গেছেন।
ঘোষণাপত্রের মাধ্যমে নতুন গণতান্ত্রিক কাঠামো গড়তে আন্তঃদলীয় আলোচনা শুরু হয়েছে বলে জানান তিনি।

আশিক/মি

 48
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।