বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠানের দাবি জানিয়েছে।
৬ আগস্ট মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন এই ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি অভিযোগ করেন বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই ঘোষণা প্রকাশ করা হয়েছে যা হলে আরও গ্রহণযোগ্য হতো।
তাহের জানান জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে। আগেই তারা জানিয়েছে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত। প্রধান উপদেষ্টাও একই ঘোষণা দিয়েছেন যা ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি।
ভোটপ্রক্রিয়া বিষয়ে তিনি বলেন পিআর (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক হতে পারে।
তাহেরের মতে ৫৪ বছরের পুরনো ট্র্যাডিশনাল পদ্ধতি এখন আর দেশের জন্য উপযোগী নয়।
রাতের অন্ধকারে ভোটকেন্দ্র দখলসহ অতীতের নির্বাচনব্যবস্থার ত্রুটি দূর করতে পিআর পদ্ধতির প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।