জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই ব্যাখ্যা চাওয়া হয়।
নোটিশে বলা হয় ৫ আগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে দলের পাঁচজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার যান।
এই সফরের বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা অনুমতি জানানো হয়নি বলে অভিযোগ করা হয়।
তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এ ধরনের আচরণ দলের শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে নোটিশে কঠোর অবস্থানের ইঙ্গিতও দেয়া হয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।