শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৭, ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুমাইয়ার পরিচয় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ালেও পুলিশ সদর দপ্তর জানায় ওই নামে তাদের কোনো এএসপি নেই।

মেজর সাদিকুলের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনী তদন্ত আদালত গঠন করেছে। ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল ১৩ জুলাই দায়ের করা মামলায় সুমাইয়াসহ ২৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আশিক/মি

 47
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।