শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে: তারেক রহমান

৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে: তারেক রহমান
৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে: তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৯, ২০২৫ ০৩:২৯ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগের পতনের মাধ্যমে সমগ্র জাতি হঠাৎ করে দম ফিরে পেয়েছে। তিনি বলেন ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত পরিবর্তন এসেছে এবং দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন বর্তমানে সমগ্র দেশে ভালো পরিবর্তনের প্রত্যাশা আছে। মানুষ চায় সামনে দিনগুলো ভালো হোক যদিও তা মুহূর্তে সম্ভব না হলেও উদ্যোগ নিতে হবে।


তিনি জানান মানুষ বিএনপির কাছ থেকে ভালো পরিবর্তনের প্রত্যাশা করে কারণ দেশের আগামী পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি। তাই তারা সেই শুরু করতে চায়। তারেক রহমান বলেন রাজনৈতিক দলগুলো বাইরে গণতন্ত্রের কথা বললেও নিজেদের ভেতরে তা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তবে তারা এ প্রক্রিয়া চালু করার চেষ্টা করছে।

তিনি দেশের গণতন্ত্রের ইতিহাস উল্লেখ করে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এখন সেই উত্তরাধিকার বজায় রেখে দলের সব স্তরে গণতন্ত্র গড়ে তুলতে হবে।

আশিক/মি

 46
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।