প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন ভোটে বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না। কোনো ভোট কেন্দ্র বন্ধ করার আগে তদন্ত করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবার আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি জানান সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন লোক অন্তর্ভুক্ত করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
সিইসি নাসির উদ্দিন বলেন জাতির কাছে প্রধান উপদেষ্টার দেয়া সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।
আশিক
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।