গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গেল ২৪ ঘণ্টায় অনাহারে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ক্ষুধার কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে।
ইসরাইল গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং প্রায় এক মিলিয়ন প্যালেস্টিনিয়ানকে দক্ষিণের নির্ধারিত এলাকায় জোরপূর্বক স্থানান্তর করতে চাচ্ছে। যদিও অনেক বাসিন্দা চলে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন।
জাতিসংঘ ইউরোপের কয়েকটি দেশ ও চীনসহ আন্তর্জাতিক মহল ইসরাইলের এই পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে।
গাজায় ইসরাইলের যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬১,৩৬৯ জন নিহত এবং ১ লাখ ৫২ হাজার ৮৫০ জন আহত হয়েছে। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে আঘাতকাণ্ডে প্রায় ১,১৩৯ জন নিহত ও ২০০ এরও বেশি আটক রয়েছেন।
সাহায্য নিতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ২১ জন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যা মানবিক সংকটকে আরও গভীর করেছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।