গেল এক বছরে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি জানান ব্যাংক খাত সংস্কারসহ নেয়া পদক্ষেপের কারণে রেমিট্যান্স ও রপ্তানি বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো অবস্থায় আছে এবং পতন ঠেকানো সম্ভব হয়েছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে এক হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সিপিডি ডায়ালগে তিনি এসব কথা বলেন। ফাহমিদা খাতুন বলেন অর্থনীতিকে বড় ধস থেকে রক্ষা করা সরকারের অন্যতম সাফল্য হলেও মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থান ও রাজস্ব আহরণে দুর্বলতা রয়ে গেছে। তিনি দরিদ্রদের জন্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদারের আহ্বান জানান।
তিনি আরও বলেন নতুন করে বিনিয়োগ আসবে না কিন্তু তবুও ক্ষেত্রগুলো প্রস্তুত রাখতে হবে যাতে পরবর্তী সরকার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। এছাড়া সংস্কারের সুপারিশ বাস্তবায়ন দ্রুত করার প্রয়োজন রয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।