মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

খসড়া ভোটার তালিকা প্রকাশ নতুন ভোটার যুক্ত ৪৫ লাখ ৭১ হাজার

খসড়া ভোটার তালিকা প্রকাশ নতুন ভোটার যুক্ত ৪৫ লাখ ৭১ হাজার
খসড়া ভোটার তালিকা প্রকাশ নতুন ভোটার যুক্ত ৪৫ লাখ ৭১ হাজার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১০, ২০২৫ ০৪:৫৩ অপরাহ্ন

১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। নতুন অন্তর্ভুক্তি ও বাদ দেয়ার হিসাব মিলিয়ে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

রোববার (১০ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান এবার বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে মৃত ও অযোগ্য হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম বাদ দেয়া হয়েছে।

আইন অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এ জন্য নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর বিধান রাখা হয়েছে।

ইসি জানিয়েছে এ বছর মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর। আগামী ২১ আগস্ট পর্যন্ত তথ্য সংশোধন, নাম অন্তর্ভুক্তি বা বাদ দেয়ার আবেদন করা যাবে যা ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি হবে। চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট।

আশিক/মি

 39
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।