তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল সিন্দিরগি শহর।
এতে ৮১ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার কিছুক্ষণ পর মারা যান। স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান কমপক্ষে ১৬টি ভবন ধসে পড়েছে এবং ২৯ জন আহত হয়েছেন। ইস্তাম্বুলসহ আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনও গুরুতর ক্ষতির খবর নেই। প্রকাশিত ছবিতে বড় বড় ভবন ধসে বিশাল ধ্বংসস্তূপ তৈরি হতে দেখা গেছে। তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।